ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রামপুরা-বনশ্রীতে বুধবার ৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
রামপুরা-বনশ্রীতে বুধবার ৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ঢাকা: রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় প্রায় চারঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বুধবার (৮ জানুয়ারি)। এরফলে এ সময়টুকুতে গ্যাস পাবেন না এ এলাকায় বসবাসরত বাসিন্দারা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বলছে, লিকেজ সমস্যা নিরসনে রাজধানীর রামপুরা-বনশ্রীসহ আশপাশের এলাকায় পাইপলাইন স্থানান্তর-পুনর্বাসন কাজে নবনির্মিত পাইপলাইনের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের টাই-ইন কাজ চলবে।

দুপুর ২টায় শুরু হয়ে কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ফলে পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও তৎসংলগ্ন এলাকায় সব (শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক এবং ক্যাপটিভ) শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে গ্যাস সরবারহ বন্ধ থাকায় তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।