ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে দেশ

ব্রাহ্মণবাড়িয়া: বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. সুলতান আহমদ বলেছেন, দেশে ইতোমধ্যে ৯৬ ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সরকারি, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিদর্শন শেষে তিনি একথা বলেন।  

তিনি বলেন, দেশের চাহিদা অনুযায়ী পুরো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।

এ ছাড়া সারাদেশে সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সেই বিদ্যুৎ স্বাভাবিক মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  

তিনি আরও বলেন, ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় ওঠা সম্ভব হবে। ২০৪১ সালের মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  

এ সময় আশুগঞ্জ পাওয়ার স্টেশন লি. চেয়ারম্যান খালেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক (কারিগরি) একেএম ইয়াকুব, নির্বাহী পরিচালক (পকিল্পনা ও প্রকল্প ) ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস, আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্লান্টের পরিচালক খন্দকার জায়েদ হাসানসহ বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।