ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

অনলাইন শিক্ষা অব্যাহত রেখেছে ঢাকাস্থ পরমাণু শক্তিকেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মে ৯, ২০২০
অনলাইন শিক্ষা অব্যাহত রেখেছে ঢাকাস্থ পরমাণু শক্তিকেন্দ্র

ঢাকা: অতীতের সাফল্য ও অংশগ্রহণকারীদের ইতিবাচক মনোভাবের দ্বারা অনুপ্রাণিত হয়ে ঢাকাস্থ পরমাণু শক্তি তথ্যকেন্দ্র (আইকোন) তাদের মে মাসের শিক্ষা কার্যক্রমে নতুন কিছু ইভেন্ট যুক্ত করেছে। এ সব ইভেন্ট আয়োজনে সহায়তা দিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রোসাটম)। 

শনিবার (৯ মে) রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ইভেন্টগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি, বাংলাদেশের পরমাণু শিল্পে ক্যারিয়ার গঠন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালনা ও নিরাপত্তা বিষয়ক মৌলিক ধারণাসহ অন্যান্য বিষয় নিয়ে পরমাণু শক্তি বিশেষজ্ঞদের আলোচনা।

আইনকোন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা বিষয়ে একটি লেকচার সেশন ও কুইজ প্রতিযোগীতারও আয়োজন করা হবে। ইচ্ছুক অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হবে আইকোন ভার্চুয়াল ট্যুর। ট্যুরের সময় আইকোনে বিভিন্ন কার্যক্রম ও প্রদর্শনী সামগ্রীর ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন অংশগ্রহণকারীরা। আইকোনের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা এবং এ সম্পর্কে সবার মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।

এছাড়া পরমাণু শক্তি বিষয়ের শিক্ষকদের আরও বেশি অবহিত করার লক্ষ্যে একটি অনলাইন কোর্স আয়োজনের পরিকল্পনা করছে আইকোন। বিশ্বের স্বনামধন্য রুশ শিক্ষা প্রতিষ্ঠান- মেফি’র এ জাতীয় একটি কোর্স বাংলাদেশের উপযোগী করে তৈবি হবে। কোর্সে রেডিয়েশনের উৎস, রেডিয়েশন ও ইকোলজি, পরমাণু শিল্পের ইতিহাসসহ বিভিন্ন প্রশ্ন থাকবে। এর মধ্যে ঈশ্বরদীর জনগণের কাছ থেকে ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নও থাকবে। কোর্স সম্পন্ন করার পর শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য অনুরূপ কোর্স আয়োজনে সক্ষম হবেন।

আইকোনে আয়োজিত ইভেন্টে অংশগ্রহণের জন্য- https://www.facebook.com/iconedhaka/ ফেইসবুক পেজ ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ০৯, ২০২০
এসকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।