ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সংযোগের আগেই উপড়ে গেল বিদ্যুতের ১৯ খুঁটি! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ৪, ২০২০
সংযোগের আগেই উপড়ে গেল বিদ্যুতের ১৯ খুঁটি! 

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সংযোগ দেওয়ার আগেই ঝড়ে উপড়ে পড়েছে বিদ্যুতের ১৯ খুঁটি। এতে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে পুরো কাজ শেষ হয়নি। ঠিকাদার এগুলো দ্বিতীয় দফায় স্থাপন করবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট পর্যন্ত ৩৩ কেভির বিকল্প লাইন এটি। প্রায় ১০ দিন আগে খুঁটিগুলো উপড়ে তারসহ জমিতে পড়ে যায়।

কিন্তু বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পর্যন্তও এগুলো পুনরায় স্থাপন করা হয়নি।  

স্থানীয়রা জানান, সঠিকভাবে স্থাপন না হওয়ায় সামান্য ঝড়েই খুঁটিগুলো নিচে পড়ে গেছে। কাজের নিম্নমানের কারণেই এমনটা ঘটেছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তারা।  

চুনারুঘাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. আবুল কাশেম বাংলানিউজকে বলেন, পুরাতন ৩৩ কেভি লাইনটি রাবার বাগানের ভেতর দিয়ে গেছে। ঝুঁকিপূর্ণ বিধায় বাল্লা রেললাইনের পাশ দিয়ে নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। তারও টানানো হয়েছে। তবে টানা না থাকায় ঘূর্ণিঝড় আম্পানের সময় খুঁটিগুলো উপড়ে পড়েছে। ঠিকাদার এগুলো পুনরায় স্থাপন করবে।  

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন বাংলানিউজকে বলেন, শিগিগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।