ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ভোলায় ৭ চরে বিদ্যুৎ সুবিধা দিতে সাবমেরিন ক্যাবলের কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
ভোলায় ৭ চরে বিদ্যুৎ সুবিধা দিতে সাবমেরিন ক্যাবলের কাজ শুরু সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন ৭টি চরের মানুষকে বিদ্যুতের আওতায় আনতে সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু হয়েছে।  

সোমবার (২৬ অক্টোবর) ভোলা সদরের শাহবাজপুর পর্যটন কেন্দ্রের পাশে মেঘনা পাড়ে দোয়া অনুষ্ঠানের পর মাটি কেটে এ ক্যাবল স্থাপনের কাজ শুরু করা হয়।

ভোলা সদরের মদনপুর, কাচিয়া, মাঝেরচরসহ ৭টি চরের লক্ষাধিক মানুষকে বিদ্যুতের আওতায় আনার জন্য এ সাব মেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- ভোলা পল্লী বিদ্যুতের জিএম মো. আবুল বাশার আজাদ, নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ, জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন এলাকার ইউপি চেয়ারম্যান।

পল্লী বিদ্যুতের অধীন টেকনোট্রেডার্স কনস্ট্রাকশন মূল ভূ-খণ্ড থেকে মধ্য মেঘনার চরগুলোর মধ্যে ৪ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপনের এ কাজ আগামী এক মাসের মধ্যে শেষ করবে বলে জানান পল্লী বিদ্যুৎ বিভাগের জিএম।  
এ সময় এলাকাবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলার অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।