ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আড়াইহাজারে চলছে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আড়াইহাজারে চলছে অভিযান ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পায়রা চত্বর এলাকাসহ বিভিন্ন এলাকায় চলছে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ অভিযান শুরু করে তিতাস গ্যাসের রূপগঞ্জ জোন।

 

এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ প্রমুখ।

অভিযানে এলাকার অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান জানান, অভিযান অব্যাহত আছে, কতগুলো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তা অভিযান শেষ হলে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।