ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সুনামগঞ্জে ঝড়ে ভেঙে পড়ল ১১টি বিদ্যুতের খুঁটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
সুনামগঞ্জে ঝড়ে ভেঙে পড়ল ১১টি বিদ্যুতের খুঁটি

সুনামগঞ্জ: কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জ সদর উপজেলার বড়ঘাটে পল্লীবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ১১টি খুঁটি ভেঙে রাস্তায় পড়ে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এরফলে জরুরি প্রয়োজনে মালবাহী কোনো গাড়ি সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ এবং জামালগঞ্জ থেকে সুনামগঞ্জ আসতে পারছেন না।

 

রোববার (১১ এপ্রিল) খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১০ এপ্রিল) ভোরে কালবৈশাখী ঝড়ে বড়ঘাট এলাকার একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রাস্তার পাশে নির্মাণাধীন নতুন ৩৩ কেভি পল্লীবিদ্যুৎ লাইনের ১১টি খুঁটি ভেঙে রাস্তায় পড়ে যায়। তবে রাস্তার পাশে কারো ঘরবাড়ি ছিলনা এবং রাত হওয়ায় রাস্তাঘাটে যান চলাচল বন্ধ থাকায় কারো কোনো ক্ষতি হয়নি।

বড়ঘাট এলাকার বাসিন্দ রশিদ মিয়া বাংলানিউজকে জানান, পল্লীবিদ্যুৎ বোর্ডের কাজের গাফলাতির কারণে আজকে তাদের নির্মাণাধীন ১১টি খুঁটি ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। যদি দিনের বেলা ওই কালবৈশাখী ঝড় হতো তাহলে না জানি রাস্তায় থাকা কতো মানুষ মারা যেত।

জগাইর গ্রামের বাসিন্দা বজলু মিয়া বাংলানিউজকে জানান, রাস্তার একসাইডে একটানা অনেক বাড়িঘর আরেক সাইডে হাওরের ধান যদি খুঁটিগুলো ভেঙে বাড়ির ওপর পড়তো তাহলে পরিবারসহ সবাই আজকে না ফেরার দেশে চলে যেতাম।

সুনামগঞ্জের পল্লীবিদ্যুৎ শাখার জেনারেল ম্যানেজার (জিএম) গিয়াস উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে ৩৩ কেভি নতুন বিদ্যুৎ লাইনের কাজ চলছিল গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ১১টি খুঁটি ভেঙে রাস্তায় পড়ে গেছে তবে কারো কোনো ক্ষতি হয়নি বর্তমানে ওই সড়ক দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে আমরা আজকের মধ্যে রাস্তা থেকে সব খুঁটি তুলে দিব।

কিন্তু এতো শক্ত খুঁটি হঠাৎ করে কেন ভেঙে পড়লও তার কোনো সদুত্তর দিতে পারেননি এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।