ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের গ্যাস লাইন লিকেজ, আবাসিক সেবা বিঘ্নিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের গ্যাস লাইন লিকেজ,  আবাসিক সেবা বিঘ্নিত তিতাসের গ্যাস লাইন লিকেজ। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় তিতাস গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে লাইনটি বন্ধ রেখেছে তিতাস গ্যাস কৃর্তপক্ষ।

যার কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেশ কিছু এলাকায় আবাসিক গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে।  

সোমবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে লিকেজের এ ঘটনা ঘটে।

লাইন লিকেজের কারণে অবরিত গ্যাস বের হত্তয়ায় দুর্ঘটনা এড়াতে বর্তমানে পাইপ লাইনটি বন্ধ রেখেছে তিতাস গ্যাস কৃর্তপক্ষ। ফলে জেলা শহরের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে বিকল্প পাইপ লাইন থাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বাংলানিউজকে বলেন, আশুগঞ্জ-আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনের উন্নীতকরণ প্রকল্পে ভেকু মেশিনে মাটি খুঁড়ার সময় অসাবধানতাবশত তিতাসের গ্যাস পাইপ লাইন ফেটে লিকেজের সৃষ্টি হয়। খবর পেয়ে তিতাস কৃর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।