ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে একটি নলকূপ স্থাপনের পর পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে।  

সোমবার (১৯ এপ্রিল) ইউনিয়নের কর্তাম গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, গ্রামটির মিলন মাস্টারের বাড়ির হারুন-অর-রশীদের ঘরে রোববার (১৮ এপ্রিল) রাতে ১৬০ ফুট গভীরতার একটি নতুন নলকূপ বসানো হয়। কাজের শেষ পর্যায়ে সোমবার পানি উঠে কি-না দেখতে নলকূপের হাতলে চাপ দিলে গ্যাস বের হতে শুরু করে। পরে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলেই জ্বলে উঠছে আগুন। এ সময় আতঙ্কিত হয়ে পানি, বালি ও পাটের বস্তা দিয়ে ঢেকে গ্যাস বের হওয়া বন্ধ করা হয়।

এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর পেযেছি। তবে লকডাউনের কারণে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীসময়ে স্থানটি পরিদর্শন করবেন যথাযত কর্তৃপক্ষ।  
 
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।