ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শনিবার খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
শনিবার খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

খাগড়াছড়ি: আগামী শনিবার (১৩ ফেব্রুয়ারি) খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগটি।



মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগ।

আগামী শনিবার খাগড়াছড়ি সদর উপজেলার সমগ্র এলাকায় ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা বললে সুনির্দিষ্ট কারণ বলেনি।

সাময়িক অসুবিধার জন্য খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।