ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পাহাড়ের প্রতিটি ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দেবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
পাহাড়ের প্রতিটি ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দেবে

বান্দরবান: পাহাড়ের প্রতিটি ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।  

তিনি বলেন, আমরা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী, কাজেই আমাদের লক্ষ্য শুধু শহরেই নয়, তৃণমূলের গ্রামগঞ্জের ঘরে ঘরেও বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়া ৯৯ লাখ টাকা ব্যয়ে বৈদ্যুতিক লাইন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বান্দরবানসহ তিন পার্বত্য জেলার সর্বত্র বিদ্যুতের আলোয় আলোকিত হবে।  

এসময় মন্ত্রীর সঙ্গে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিললুর রহমানসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে মন্ত্রী পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ২১টি প্রকল্প উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।