ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তাড়াশে দুই রাতে ৭টি ট্রান্সফরমার চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
তাড়াশে দুই রাতে ৭টি ট্রান্সফরমার চুরি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তাড়াশে দুই রাতে সাতটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ফলে সেচ কার্যক্রম নিয়ে চরম বিপাকে পড়েছে স্থানীয় কৃষকেরা।

 

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (তাড়াশ জোনাল অফিস) নিরাপদ দাস।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে সগুনা ইউনিয়নের মাকড়শোন গ্রামে এমপি সাহেবের ছোট ভাই আবু সাঈদের তিনটি ও মাদারজানি গ্রামে অপর এক কৃষকের একটিসহ মোট ৪টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এর আগে, বুধবার (২৭ এপ্রিল) রাতে বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের শ্মশ্মান থেকে একটি ও আজিজল হক নামে এক কৃষকের গভীর নলকূপ থেকে আরও দুটি ট্রান্সফরমার চুরি হয়।  

স্থানীয় এমপির ছোট ভাই আবু সাঈদ বাংলানিউজকে জানান, আমাদের সমবায় সমিতির গভীর নলকূপের তিনটি ট্রান্সফমার চুরি যাওয়ায় প্রায় ৭০-৮০ জন কৃষকের জমিতে সেচ কার্যক্রম নিয়ে বিপাকে পড়েছি। এছাড়া একদিন আগে আরও তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে এ এলাকার দেড় শতাধিক কৃষকের জমিতে সেচ দেয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।  

তাড়াশ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় সংসদ সদস্য মহোদয়ের ছোট ভাই আবু সাঈদ থানায় সাধারণ ডায়েরি করছেন।

পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরাপদ দাস বাংলানিউজকে বলেন, বিপুল সংখ্যক ট্রান্সফরমার চুরি ঘটনায় বিদ্যুৎ বিভাগ দিশেহারা। আর ট্রান্সফরমার চুরি বন্ধে সচেতনার জন্য এলাকায় মাইকিং ও কৃষকের মোবাইলে সর্তকতামূলক ক্ষুদে বার্তা পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।