ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কেরানীগঞ্জে ২ ফিলিং স্টেশকে জরিমানা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
কেরানীগঞ্জে ২ ফিলিং স্টেশকে জরিমানা 

কেরানীগঞ্জ (ঢাকা): জ্বালানি তেলে পরিমাপে কারচুপির দায়ে ঢাকার কেরানীগঞ্জে দু’টি ফিলিং স্টেশকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১০ আগস্ট) দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন বিএসটিআই’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের আদালত।

জানা গেছে, ওই এলাকায় অভিযানে ঢাকা ফিলিং স্টেশনকে জ্বালানি তেলে পরিমাপে কারচুপির দায়ে ১ লাখ ২০ হাজার টাকা এবং ঢাকা-মাওয়া রোডের মেহেরা ফিলিং স্টেশনকে ওজনে পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ১৫(৩) ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিএসটিআই’র উপ-পরিচালক মো. রিয়াজস উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।