ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে বৈশাখ উদযাপন 

অতিথি করেসপন্ডেন্ট, ইতালি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ১৫, ২০২৪
মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে বৈশাখ উদযাপন 

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির আয়োজনে এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় ইতালির মিলানোর পর্কো দি নর্দে করা হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩১।  

রোববার (১২ মে) সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মিলান ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।

বিশেষ আকর্ষণ ছিল খাবার ও বাহারি সব পণ্যের স্টল। নতুন প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি বিকশিত করার জন্য সহায়ক হবে এ অনুষ্ঠান।

প্রবাসে বর্ষবরণ দেরিতে হলেও দেশি আমেজ ছিল সবার মনে। শিশু-কিশোর, নারী-পুরুষের পরনে ছিল শাড়ি ও পাঞ্জাবি।

এতে অংশ নেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবীর জামান, আকরাম হোসেন, অপু হোসাইন, মো. হানিফ শিপন, জামিল আহমেদ, চঞ্চল রহমান, মঞ্জুর হোসেন সাগর, রহমান খান, রিপন খান, পলি আক্তার, ইব্রাহিম আলী, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, সাধারণ সম্পাদক আব্দুল বাসিতসহ অনেকে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সহাস্রাধিক দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।  

হাজার খানেক বাংলাদেশির উপস্থিতিতে মিলন মেলায় মিলানোর মার্কো নর্দ, মনে হচ্ছিল এ যেন এক টুকরো বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।