ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালিতে পৌরসভা নির্বাচনে ছাত্রলীগ নেতার জয়

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
ইতালিতে পৌরসভা নির্বাচনে ছাত্রলীগ নেতার জয়

ইতালি: ইতালির ভিসেন্সা শহরের মন্তেক্কিও মাজ্জোরে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি হিমেল মিয়া  জয়লাভ করেছেন।  

এবারই প্রথম ডানপন্থি থেকে মন্তেক্কিও মাজ্জোরে পৌরসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।

 

হিমেল মিয়ার দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। তার এ বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।

জানা গেছে, গত ৭ ও ৮ জুন ইতালির বিভিন্ন কমুনেতে ( মিউনিসিপ্যালিটি) অনুষ্ঠিত হয় মেয়র নির্বাচন। এদিন মন্তেক্কিও মাজ্জরে কমুনে নির্বাচনে ভোটের যুদ্ধে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও ইতালি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া।  

চারজন মেয়র প্রার্থী ও মোট দুই শতাধিক কাউন্সিলর প্রার্থীর এ নির্বাচনে হিমেল মিয়া তার প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।  

৭ ও ৮ জুনের নির্বাচনে কোনো মেয়র ৫০% ভোট না পাওয়ায় এ নির্বাচন আবার ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত হয়।  নানা নাটকীয়তা শেষে ইতালি ছাত্রলীগের তরুণ এ নেতা বিপুল ভোটে বিজয় নিশ্চিত করেন। এ প্যানেল থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির দল লেগা মনোনিত প্রার্থী থেকে প্রায় ৫০% বেশি ভোট পেয়ে তিনি বিজয় নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।