ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে আরাফাত রহমান কোকোর কুলখানি ও দোয়া-মাহফিল

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
কাতারে আরাফাত রহমান কোকোর কুলখানি ও দোয়া-মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে কাতারে কুলখানি ও দোয়া মাহফিল করেছে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা যুবদল।

সংগঠনের সভাপতি আকতার আহমেদের সভাপতিত্বে ও আব্দুল মোনায়েম রুবেলের পরিচালনায় এ দোয়া-মাহফিল পরিচালিত হয়।

সম্প্রতি এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধানসিঁড়ি বিএনপি কাতার শাখার ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও যুবদল কাতার শাখার সভাপতি শরিফুল হক সাজু। আরও উপস্থিত ছিলেন- তৌহিদুল ইসলাম, মো. মনির, রফিক, মো. মানিক, মো. ফারুক, রিফাত, গিয়াস উদ্দিন, জোনায়েত, আনছার কামাল প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. সাইফুল হক।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।