ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

অষ্ট্রিয়া আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
অষ্ট্রিয়া আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো অষ্ট্রিয়া আওয়ামী লীগের সম্মেলন।

সম্প্রতি দেশটির রাজধানী ভিয়েনার ফ্লরিসড্রফের ভিএইচএস হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গণি।

বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার অনারারি কন্স্যুলার কমার এরনষ্ট গ্রাফট, ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুজামান প্রমুখ।

সম্মেলন চলাকালে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনিল দাশগুপ্ত টেলি কনফারেন্সে বক্তব্য দেন।

দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশেনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গণি ও যুগ্ম-সাধারণ সম্পাদক এবং অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলামের উপস্থিতিতে কাউন্সিলররা আগামী তিন বছরের জন্য একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করেন।

৭১ সদস্য বিশিষ্ট এই পরিষদের সভাপতি হলেন খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সহ-সভাপতি আবদুল জলিল, আকতার হোসেন, শামছুল ইসলাম, এ কে এম সওকত আলী, রুহী দাস সাহা, এমরান হোসেন, শফিকুর ইসলাম, মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, ছৈয়াল মনির, আশিকুল বারী।

সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন- নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল হক।

বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠানে শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে  মুক্তিযুদ্ধের গান ও দেশাত্বকবোধক গান পরিবেশন করেন অষ্ট্রিয়া প্রবাসী কণ্ঠশিল্পী নাহিদ খান সুমি, উজালা রোজারিও, সাইফুল ইসলাম, পূর্ণা, প্রজ্ঞা, প্রবা, ঈশিতা সাহা, রামিতা সাহা, প্রসেনজিৎ, সজল, মুন্না, হৃদয়, প্রান্তর, আলিসা,নিতু, মেঘা কর্মকার।

নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী  রামিতা সাহা ও প্রিমা সাহা।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফারাহ দিবা। তবলায় ছিলেন, বিশ্বজিদ ঘোষ আর মিউজিকে ছিলেন আরিফ রহমান।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।