ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় অমর একুশে পালন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ভিয়েনায় অমর একুশে পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের শানিত করে পরম শ্রদ্ধা-ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ করল অষ্ট্রিয়া প্রবাসী বাঙালিরা।

অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সুলগাসে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদীতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে (বাংলাদেশ সময় একুশের প্রথম প্রহরে) অষ্ট্রিয়া বাঙালিদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পাস্তবক অর্পণ করেন।



এর পর সন্ধ্যা সাড়ে ৭টায় ভিয়েনার পিজারিয়া কাবালু ভিয়ানকোর হল রুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অষ্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, বাঙালিরা তাদের অধিকার আদায়ের সকল সংগ্রামে সাহস ও শক্তি পেয়েছে একুশ থেকে। বাংলাদেশের সকল আন্দোলনের মাতৃকা একুশে।

তিনি বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারী, জঙ্গী ও সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দিতে হবে। এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সামছুল ইসলাম, রুহী দাস সাহা, এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, বাঙালি-অষ্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের নেতা রতন সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।