ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

প্যারিসে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

দেবেশ বড়ুয়া, ফ্রান্স থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
প্যারিসে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ফ্রান্স: হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ফ্রান্স প্রবাসী রিপন বড়ুয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।



স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে প্যারিসের ডেলাপন্তেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন।

হাসপাতাল সূত্রে জানা গেছে,  প্রায় মাসখানেক আগে রিপন বড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর হেপাটাইটিস বি ধরা পড়লে ডাক্তাররা তার অপারেশন করেন। অপারেশনের পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন রিপন। কিন্তু বৃহস্পতিবার ভোরে হঠাৎ করেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পান্থশালা গ্রামের মৃত অনঙ্গ বড়ুয়া ও লাবু রাণি বড়ুয়ার তৃতীয় সন্তান রিপন বড়ুয়া ২০১৩ সালের ২৩ ডিসেম্বর ফ্রান্সে আসেন।
|
এরপর তিনি আশ্রয়প্রার্থী হিসেবে ফ্রান্সে থাকার আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি দেশটি।

এদিকে রিপনের এই অকাল মৃত্যুতে ফ্রান্স প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে প্রবাসী বাংলাদেশিরা হাসপাতালে ছুটে যান।
রিপন বড়ুয়ার মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অফিসিয়াল কাগজপত্র সংগ্রহ করে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) নাগাদ লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে মৃতের মরদেহ ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।