ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মুজিব নগর দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
মুজিব নগর দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কাতারের রাজধানী দোহা-নাজমা হৈ চৈ হোটেলে নৌকার নতুন প্রজন্ম কাতার এ আলোচনা সভার করে।



বক্তারা বলেন, মুজিব নগর সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পুর্ণাতা পায় এবং আন্তর্জাতিকভাবে বৈধতা লাভ করে। মুজিব নগর সরকারের সফল নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

এসময় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তিন মেয়র প্রার্থী আনিসুল হক, সাঈদ খোকন ও আ জ ম নাছির উদ্দিনের পক্ষে কাজ করার জন্য সব নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

সাংগঠনের সভাপতি কাজী আশরাফ হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মো. জামাল, সহ সভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জয়নাল, আরিফুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।