ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নেদারল্যান্ডসে বাঙালিয়ানার স্বাদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
নেদারল্যান্ডসে বাঙালিয়ানার স্বাদ

ঢাকা: নেদারল্যান্ডসে এ যাবতকালের সর্ববৃহৎ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করল হেগের বাংলাদেশ দূতবাস। আর এর মধ্য দিয়ে নেদারল্যান্ডসের বাংলাদেশিরা পেল বাঙালিয়ানার স্বাদ।



সাপ্তাহিক ছুটির দিন গত শনিবারে (১৯ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও বিশিষ্ট লোক সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

নেদারল্যান্ডসের প্রবাসী বাঙালিদের এ মিলনমেলায় স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম প্রতিনিধিরাও যোগ দেন।

এর মধ্যে হেগে অবস্থিত চীন, জাপান, ভারত, তিউনিসিয়া, শ্রীলংকা ও পাকিস্তানের রাষ্ট্রদূত ও ওয়াজেনারের মেয়রের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত অতিথিদের নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

এছাড়া প্রবাসীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন মাহমুদ আলী।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় নেদারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের সামিল হওয়ার আহ্বান জানান। ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহানও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিশুদের সাংস্কৃতিক উপস্হাপনা সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় ভারতীয় দূতাবাসের মনোনীত ভারতীয় শিল্পীরা। ইউরোপে সাড়া জাগানো এ বর্ষবরণ অনুষ্ঠানে জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালিরা যোগ দেন।

তবে মূল আকর্ষণ ছিল দূতাবাসের আমন্ত্রণে আগত বিশিষ্ট শিল্পী মমতাজের পরিবেশনা। স্বভাবসুলভ হাস্যরসাত্মক পরিবেশনায় শ্রোতাদের মাতিয়ে তোলেন জনপ্রিয় এ শিল্পী।

মধ্যাহ্ন ভোজের মেনুতে বিভিন্ন খাবারের পাশাপাশি ইলিশ মাছসহ বিভিন্ন রকম ভর্তা-ভাজির আয়োজন করে দূতাবাস।

হেগের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
জেপি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।