ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নতুন ৩ মেয়রকে আ’লীগ কাতার শাখার অভিনন্দন

আনোয়ার হোসেন মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, মে ১, ২০১৫
নতুন ৩ মেয়রকে আ’লীগ কাতার শাখার অভিনন্দন আনিসুল হক,সাঈদ খোকন ও আ. জ. ম. নাছির উদ্দিন

কাতার থেকে: সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটিতে আনিসুল হক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আ. জ. ম. নাছির উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ কাতার শাখা।

বুধবার(২৯ এপ্রিল’২০১৫)রাতে কাতারের রাজধানী দোহার-নাজমা হৈ চৈ হোটেলে সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল এর পরিচালনায় আয়োজিত সভায় অভিনন্দন জ্ঞাপন করা হয়।



সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবু রাইহান, সিনিয়র সহ সভাপতি আহসান ভূঁইয়া, সহ সভাপতি কাজী হাসান বিল্লাহ, সহ সভাপতি আব্দুল মান্নান রানা, আল খোর শাখার সভাপতি আবুল হাশেম সহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, মে ০১, ২০১৫
এনএস/                                                                                        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।