ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিটি নির্বাচন বাতিলের দাবি সুইডেন বিএনপির

জামান সরকার, সুইডেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ১, ২০১৫
সিটি নির্বাচন বাতিলের দাবি সুইডেন বিএনপির ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: সদ্য সমাপ্ত তিন সিটি নির্বাচনকে ‘তামাশা’ আখ্যায়িত দিয়ে তা বাতিল ও পুরো নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেছে সুইডেন বিএনপি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।



সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউরোপ বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করেছিলাম তারা সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র, আইনের শাসন পুনর্প্রতিষ্ঠার চেষ্টায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। কিন্তু এ ক্ষেত্রে তাদের ব্যর্থতা হিলাময়চুম্বী, যা ক্ষমার অযোগ্য।

মহিউদ্দিন আহমেদ জিন্টু অভিযোগ করেন, নির্বাচনের আগের দিন থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সরকার দলীয় লোকেরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে ফেলেছে। ঢাকার বাইরে থেকে হাজার হাজার দলীয় লোক এনে নির্বাচনকেন্দ্রে পাহারা বসায় সরকার।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মত ২৮ এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচন আবারও প্রমাণ করলো বর্তমান সরকার ও বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

এ সময় উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির সভাপতি এমদাদ হোসেন কচি, সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহন, যুবদলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান  চৌধুরী, সুইডেন বিএনপির উপদেষ্টা আনোয়ার হোসেন পাঠান, সুইডেন বিএনপির সহ-সভাপতি হেলালউদ্দিন হেলু, রফিক আমিরী, আবুল হাসান খান বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ খান, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফুল আলম, অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন কাইজার, সিনিয়র সদস্য আজিম খান, মাসুদুল হক আফতাবী, সুইডেন যুবদলের সভাপতি খায়রুজ্জামান লিংকন, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, সহ-সভাপতি আব্দুল মান্নান মন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবিদুর রহমান সুমন ও যুগ্ম-সাধারণ সম্পাদক বি এম আদনান পাভেল।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০১, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।