ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কেন্দ্রীয় নেতা কবিরের সঙ্গে কাতার যুবলীগের সাক্ষাৎ

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, মে ২৬, ২০১৫
কেন্দ্রীয় নেতা কবিরের সঙ্গে কাতার যুবলীগের সাক্ষাৎ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: সফররত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহমেদ আল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের কাতার শাখার নেতাকর্মীরা।

সোমবার (২৫ মে) রাতে স্থানীয় একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এসময় কেন্দ্রীয় নেতাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- যুবলীগ কাতার শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ হোসাইন, সহ-সভাপতি সেলিম রেজা, লোকমান আহমেদ, শেখ জয়নাল, এনামুল হক সানি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ-অর্থ সম্পাদক কামাল পাশা, সফিকুল ইসলাম সফি, মো. ফারুখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।