ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কানাডায় বিএইচইএসএ’র যুব উৎসব ও বনভোজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
কানাডায় বিএইচইএসএ’র যুব উৎসব ও বনভোজন

ঢাকা: কানাডায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্তা (বিএইচইএসএ) এক যুব উৎসব ও বনভোজনের আয়োজন করেছে।

রোববার (১৪ জুন) স্থানীয় সময় বেলা ১১টায় কানাডার অ্যাডমনটনের করোনেশন পার্কে এ যুব উৎসব ও বনভোজন অনুষ্ঠিত হবে।



এ উৎসব ও বনভোজনে অংশ নিতে কানাডা প্রবাসী বাংলাদেশিসহ আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।

বিএইচইএসএ জানায়, প্রথমবারের মতো আয়োজিত এ যুব উৎসবটি মূলত তরুণ প্রজন্ম এবং তাদের পরিবারের এক মিলনমেলা। যেখানে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে।

উৎসবে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন আয়োজনের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খাবার থাকবে বলেও জানায় সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।