ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে কানাডা ডে উদযাপন প্রবাসী বাংলাদেশিদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
বর্ণাঢ্য আয়োজনে কানাডা ডে উদযাপন প্রবাসী বাংলাদেশিদের

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কানাডার জাতীয় দিবস‘কানাডা ডে উৎসব ২০১৫’ উদযাপন করলো প্রবাসী বাংলাদেশিরা।

সম্প্রতি মন্ট্রিয়েল শহরের পার্ক-এক্সটেনশন এবং প্রভিগো সুপারমার্কেটের সামনে অনুষ্ঠিত হয় এই কানাডা ডে উৎসব।

উৎসবের আয়োজন করে ন্যাশনাল বাংলাদেশি-কানাডিয়ান কাউন্সিল (এনবিসিসি)।

উৎসবের শুরুতেই শিশুদের মধ্যে কানাডিয়ান পতাকা ও থিমযুক্ত পিন এবং চকলেট বিতরণ করা হয়। বৈরী আবহাওয়া থাকায় কিছুটা দেরিতে সূর্যের আলো ফোটার পরপরই শুরু হয় বার-বি-কিউয়ের আয়োজন।

পরে স্থানীয় সিটি কাউন্সিলর মেরি দেরস এবং শিশুদের সঙ্গে নিয়ে কানাডার পতাকা সম্বলিত কেক কাটেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন।

দিবসটি উপলক্ষ্যে কানাডার ইতিহাস সম্বলিত পর্ব ‘কানাডা ডে কুইজ‘ শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় ‘কানাডা ডে মেডেল’ পুরস্কার।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবে আসায় সংগঠনের পক্ষে জামাল নাসের, মুসা মোহাম্মেদ, কাজী ফারুক, নাজিয়া ইসলাম এ সময় উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান। এছাড়াও অনুষ্ঠান সফল করার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় হেরিটেজ কানাডা, সিটি অব মন্ট্রিয়েল, ফার্মেসি স্পিরো কুতসুরিকে।

‘কানাডা ডে’ কানাডার  জাতীয় এবং সবচেয়ে বড় বার্ষিক উৎসব। ১৮৬৭ সালের ১ জুলাই তৎকালীন কানাডার তিনটি কলোনি একত্রিত হয়ে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে অখণ্ড কানাডার বর্তমান রূপ ধারণ করে।

প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে কানাডা সহ সারাবিশ্বে দিবসটি উদযাপন করে কানাডার অধিবাসীরা।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।