ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে সন্দ্বীপবাসীর দোয়া ও ইফতার মাহফিল

কাতার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
কাতারে সন্দ্বীপবাসীর দোয়া ও ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতারের আমরা সন্দ্বীপবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (০৪ জুলাই) রাজধানী দোহা-ন্যাশনাল গোল্ডেন ফ্রর্ক হোটেলে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


 
সফিকুল আলমের সভাপতিত্বে ও সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মো. সোহরাব হোসেন।

মাহে রমজানের গুরুত্বের উপর আলোচনা করেন মাওলানা লুত্ফর রহমান।

মঞ্চে আসন গ্রহণ করেন-রফিকুল মাওলা, জয়নাল আবেদিন, মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মো. জামসেদ, মো. বেলাল, সেলিম রেজা, আশরাফুল আলম আকতার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সন্দ্বীপ সমিতি কাতারের সভাপতি রফিকুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম আরিফ, মহিউদ্দিন চৌধুরী, শাহরিয়ার আহমেদ রাজীব, মো. সালাউদ্দিন লাবলু, রিয়াদ আরিফ, আহমেদ করিম সাদ্দাম, মো. শাহিন, মাকছুদ রহমান সেতু, মোকারম হোসেন জিকু, মো. সোহরাব, রিফাদ খান, শাহাদাত হোসেন সাইমুন, মো. জাফর, আমিরাজ, সাইফুল ইসলামসহ আরো অনেকে।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।