ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে গোপালগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
কাতারে গোপালগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: কাতারে গোপালগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) কাতারের রাজধানী দোহার ভূঁইয়া হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



এ ‍ইফতার ও দোয়া মাহফিলে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা ড. জসিম উদ্দিন নদবী।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করে মোনাজাত পরিচালিত হয়।

এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, এস কে সফিক, সফিকুল ইসলাম তুতু, মিজানুর রহমান পালিক, ইঞ্জিনিয়ার রফিকুজ্জামান, ইঞ্জিনিয়ার মো. সেলিম, মো. লিটন খান, মেহেদি হাসান লাবলু, ইয়াছিন আরাফাত, মাহফুজুর রহমান তুষার, জাহেদুল ইসলাম, চোটন মোল্লা, মো. ইব্রাহিম মোল্লা, হোসেন খান, শহিদুল ইসলাম কাঞ্চনসহ বাংলাদেশ কমিউনিটির নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।