ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আটলান্টায় বাংলাদেশ কমিউনিটিতে ঈদ পুনর্মিলনী

রুমী কবির, আটলান্টা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আটলান্টায় বাংলাদেশ কমিউনিটিতে ঈদ পুনর্মিলনী

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার আটলান্টায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিউফোর্ড হাইওয়ের ক্যালকাটা প্যালেট রেস্টুরেন্টে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।



এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জামান ঝন্টু, নাদিরা রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন হোসেন ও আবু লিয়াকত হুসেন, সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সজল, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের সাবেক সভাপতি ও উপদেষ্টা গাইডেন হকিন্স, সাংবাদিক এইচ রাসেল, মাহরুফুর রহমান ভূঁইয়া, রেজওয়ানা রুমু, দেশি ডেমোক্র্যাটসের সহ সভাপতি মোস্তফা জাহিদ টিটু, এমদাদুল ইসলাম এমদাদ, মোস্তাক আহমেদ, মাহমুদ, পারভেজ, আওলাদ হেসেন, হারুন চৌধুরী, মহিন উদ্দিন দুলাল প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শিলা আজিজ, সৈকত প্রধান ও অহিন দাশ।

এছাড়াও একে অপরের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে হুমায়ুন কবির কাওসার উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।