ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় মাহিদুল ইসলাম মাহির আবৃত্তি সন্ধ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
অস্ট্রেলিয়ায় মাহিদুল ইসলাম মাহির আবৃত্তি সন্ধ্যা

ঢাকা: অস্ট্রেলিয়ার নিউক্যাসেলে বাংলাদেশ কমিউনিটির (এনবিসি) উদ্যোগে নন্দিত আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম মাহির একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় নিউক্যাসেলের ক্যামেরন পার্কে ‘এক সন্ধ্যায় মুখোমুখি’ শীর্ষক এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে মাহিদুল ইসলাম মাহি এক ঘণ্টা ধরে একের পর এক কবিতা আবৃত্তি করে অতিথিদের মোহাবিষ্ট করে তোলেন। এসময় উপস্থিত দর্শকরাও মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানান।

ডা. ইকবাল কবীরের উপস্থাপনায় অনুষ্ঠানে মাহিকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন এনবিসির সভাপতি ড. আবুল হাসনাৎ মিল্টন। মাহিকে এনবিসির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন নাজমা ইসলাম।

অনুষ্ঠানে নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের বিদায়ী পিএইচডি গবেষক ডা. মাহফুজা রিফাতের হাতে উপহার তুলে দেন মাহিদুল ইসলাম।  

মনোমুগ্ধকর এ অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এনবিসির সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।