ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত অব্যাহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত অব্যাহত

ঢাকা: কলঙ্কিত গ্রেনেড হামলার একাদশতম বার্ষিকীতে শহীদদের স্মরণে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভিয়েনার প্যান এশিয়া হোটেলে শুক্রবার(২১ আগস্ট) স্থানীয় সময় বিকেলে অষ্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল।

পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সভায় প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর এবং ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু সংস্থার কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ শামছুদ্দিন।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়।

সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সামসুল হুদা চৌধুরী, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ সভাপতি সামছুল ইসলাম, রুহী দাস সাহা, শফিকুল ইসলাম, বখতিয়ার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, সাইফুজ্জামান, মোহাম্মদ আলী মাতবর, ইমরুল কায়েস মানিক, মাসুম আলম, মো. এমরান, এমদাদুল হক পারভেজ ও শামীম মিয়া।

সভায় এম নজরুল ইসলাম বলেন, একাত্তরের পরাজিত শক্তি একুশে আগস্ট প্রধাননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার  উদ্দেশ্যে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালিয়েছিল।

তিনি বলেন, তৎকালীন জঙ্গি-জামায়াতবেষ্টিত সরকার চেয়েছিল বাংলাদেশ থেকে প্রগতিশীলতার ধারা মুছে ফেলতে। চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি চিরতরে নির্বাসনে পাঠাতে। কিন্তু তা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, ওই গণদুশমনরা বাংলা ও বাঙালির মধ্যমণি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার গভীর চক্রান্ত অব্যাহত রেখেছে।

তিনি একুশে আগস্টের নারকীয় বর্বরতার পেছনে মুখ্য ভূমিকা পালনকারী  তারেক রহমানকে  দেশে ফিরিয়ে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানান।

সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।