ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পানি সপ্তাহ শুরু

মাহমুদ হাফিজ, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পানি সপ্তাহ শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্টকহোম থেকে: সুইডেনের রাজধানী স্টকহোমে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘বিশ্ব পানি সপ্তাহ-২০১৫’। স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) সকাল থেকে  এ সম্মেলন শুরু হয়।



স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টার পার্ক ও বহুতল ভবন সংবলিত বিশাল ভেন্যুতে বিশ্বের ১২০টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ভেন্যু সংলগ্ন ফকেট হাউজ, নোরা ল্যাটিন, মিউজিক হল, অডিটোরিয়াম, পিলার হল, লিটল থিয়েটার ও কংগ্রেস হলসহ পৃথক ছয়টি মিলনায়তনে বিশ্ব পানি সপ্তাহ উদ্বোধন, আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

আর সিটি কনফারেন্স সেন্টারের চত্বরে আয়োজন করা হয়েছে পানি সপ্তাহ এর প্রদর্শনী। এতে আন্তর্জাতিক সংস্থা ও কোম্পানি পানি সঙ্কট সমাধানে নিজস্ব উদ্ভাবন ও উদ্যোগগুলো প্রদর্শিত হচ্ছে।

সম্মেলনে আগত অতিথিদের স্বাগত জানাতে আরলান্ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে ওয়েলকাম ডেস্ক হয়েছে। সেখানে আগত আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের অভিনন্দন জোনানো হয়।  

শনিবার বিকেল থেকে সম্মেলনের মূল ভেন্যু ভাসাগাতান সড়কের স্টকহোম সিটি কনফারেন্স সেন্টারের ফকেট হাউজে রেজিস্ট্রেশন ডেস্ক খুলে কর্তৃপক্ষ।

সেখানে প্রথমদিনেই দক্ষিণ এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা তাদের নাম তালিকাভুক্ত করেন।

এদিকে ওয়ার্ল্ড ওয়াটার উইককে কেন্দ্র করে স্টকহোম এখন পর্যটকদের আগমনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নগরীরের সড়কে ও বিভিন্ন পর্যটনস্পটে নানা দেশের নানা বর্ণ ও চেহারার মানুষদের আনাগোনা বেড়ে গেছে।

বাংলাদেশ সময়:২২১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এমএ

** স্টকহোম এখন উৎসবের নগরী
** দিনে মৃত্যু ৫ হাজার, ১৮০ কোটি পায়না নিরাপদ পানি || মাহমুদ হাফিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।