ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কানাডায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কানাডায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: কানাডায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে দলটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সম্প্রতি, দেশটির টরন্টো শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।



বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএনপির কানাডা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিবসটি উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রেজাউল করিম তালুকদার প্রধান, শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্ব নূরুল ইসলাম, কানাডা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান, মহিলা দলের সভাপতি নাজমা হক ও সাধারণ সম্পাদক রেহেনা আখতার, চিকিৎসক ও গবেষক প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী, কানাডা বিএনপি নেতা আলহাজ মাশরুল হোসেন রিপন, মিজানুর রহমান চৌধুরী, এবি সজল, শামীম আজাদ, মাহবুবুল ইসলাম, আব্দুল কাদির, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান, সামাদ চৌধুরী, ডা. মাহমুদুর রহমান প্রমুখ।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের ওপর আলোচনা করার পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কঠোর সমালোচনাও করেন বক্তারা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অন্টারিও বিএনপির সভাপতি শামসুল মুকতাদির।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।