ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

হালদা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি প্রবাসীদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
হালদা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি প্রবাসীদের

ঢাকা: হালদা নদীর ভাঙন ঠেকাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের প্রবাসীরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় দুবাই-এর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব শফিউল আজম মনির।

লিখিত বক্তব্যে তিনি বলেন, হাজার হাজার মানুষের জীবন জীবিকার উৎস হালদা নদী আমাদের জন্য আর্শীবাদ হলেও বিগত কয়েক বছর যাবৎ এর ভয়াবহ রূপ চীনের হুয়াংহু নদীর মতো আমাদের অভিশাপ ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীর তীব্র ভাঙনে প্রায় ২শ’ পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে বিভিন্ন জায়গায় মানবেতর জীবন-যাপন করছেন। ইতোমধ্যে প্রায় আড়াই কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনই পদক্ষেপ নেওয়া না হলে নাঙ্গলমোড়া ইউনিয়নের প্রধান সড়ক, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ শিগগিরই নদীগর্ভে হারিয়ে যাবে।

জনবান্ধব সরকার এ দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করা হয় লিখিত বক্তব্যে।

এ সময় এলাকাবাসী ও হালদা নদী ভাঙন রোধ কমিটির পক্ষে রুহুল আমিন, নেজামউদ্দিন মিজান, মো. আব্দুল্লাহ নোমান সাগর, মো. মুছা, মো. রাসেল, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন জুনু, ইয়াকুব আলী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মো. সেলিম উদ্দিন, সদস্য মো. আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে দুবাই-এ অবস্থিত বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের কার্যালয়ে পানিসম্পদ মন্ত্রী বরাবরে স্মারকলিপি হস্তান্তর করেন তারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান দুবাই প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।