ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে

দেবেশ বড়ুয়া, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস: শত প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পেরেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্রান্স প্রবাসী কমিউনিটির নেতারা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।



জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোর আমন্ত্রণে তথ্যমন্ত্রী তিন দিনের সফরে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন। সেখানে ইউনেস্কোর সদর দফতরে অনুষ্ঠিত ২টি সেমিনারে তিনি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
 
সফরের শেষ দিনে মন্ত্রী কমিউনিটি নেতা ও স্থানীয় বাংলা মাধ্যম সংবাদকর্মীদের সঙ্গে সাক্ষা‍ৎ করেন।

এসময়  বিএনপি’র রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া দু’দিন আগে ডানপন্থার রাজনীতি করেছেন, কিন্তু এখন অতি ডানপন্থায় চলে গিয়ে সাম্প্রদায়িক, জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধীদের শক্তির সঙ্গে প্রকাশ্যে গাঁটছড়া বেঁধেছেন।  

গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের অধিকার রক্ষার জন্য তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

জঙ্গীবাদ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথাও জানান তিনি।

সাক্ষাতপ্রার্থীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী প্রবাসীদেরকে ‘স্বর্ণপ্রবাসী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, সরকার প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। বিমানবন্দরে প্রবাসীরা যেন কোনো হয়রানির স্বীকার না হন, সে ব্যাপারেও যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল্লাহ আল বাকী, ওয়াহিদ ভার তাহের, মুজিবুর রহমান, জাকির হোসেন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, রাজ্জাক মোল্লা, কবি হাসান, সাংবাদিক ফয়সল আহমেদ দ্বীপ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।