ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে সংবর্ধনা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাঙালিরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।



এর আগে ১৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টা ১০মিনিটে ভিয়েনায় স্থায়ী মিশন এমআরপি ও এমআরভি পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মন্ত্রী ভিয়েনা বিমানবন্দরে পৌঁছান।

বিমান বন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, স্থানীয় কাউন্সিলর শাবাব বিন আহমেদ, ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল ইসলাম, বখতিয়ার রানা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, বাঙালি-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহি দাস সাহা, কমিউনিটি নেতা এহসানুল হক হেলাল, ওরিয়েন্ট শেখ, সুজিত রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।