ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে সিলেট প্রবাসীদের মতবিনিময়

বকুল খান ও আমির সোহেল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
পর্তুগালে সিলেট প্রবাসীদের মতবিনিময়

লিসবন থেকে: পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ভুমিকা রাখার লক্ষে পর্তুগালে অবস্থিত সিলেট প্রবাসীদের মতবিনিময় সভা অনিষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) পর্তুগালের রাজধানী লিসবনে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবস্থান ও পর্তুগালে নবাগত বাংলাদেশিদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও আইনি জটিলতা নিরসনে শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে আলোচনা হয়।

পর্তুগালে বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান আহমেদের সভাপতিত্বে এবং আমির সোহেল ও শাহিদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-  বিশিষ্ট ব্যবসায়ী সোলেমান মিয়া,  সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, শহীদ রহমান, শেলু মিয়া সহ সিলেট কমিউনিটির নেতারা।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।