ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সুইডেন আওয়ামী লীগের সম্মেলন ২১ নভেম্বর

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
সুইডেন আওয়ামী লীগের সম্মেলন ২১ নভেম্বর

ঢাকা: সুইডেন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২১ নভেম্বর।

রোববার(৪ অক্টোবর)সুইডেন আওয়ামী লীগ কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সম্মেলনের এ তারিখ নির্ধারণ করা হয়।



এছাড়াও এ সভায় কাউন্সিলর তালিকা হালনাগাদ ও ২৪ অক্টোবর বিকেল ৩টায় ফার্স্তা, Färnebogatan 64, Farsta- এর মিলনায়তনে কাউন্সিলরদের প্রথম সভার দিন ধার্য করা হয়।

সুইডেন আওয়ামী লীগ সভাপতি কাজী গোলাম আম্বিয়া ঝন্টু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমরা গঠনতন্ত্র অনুসরণ করে একটি পূর্ণাঙ্গ সম্মেলনের দিকে এগিয়ে যাচ্ছি। গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের তারিখ নির্ধারণ এবং কাউন্সিলর নির্বাচনের পর কার্যকরী পরিষদ সীমিত পরিসরে দলীয় রুটিন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া আমাদের সবার সিদ্ধান্তক্রমে ২৪ অক্টোবর কাউন্সিলরদের সভা নির্ধারিত আছে।

এ অবস্থায় কারো সম্মতি ছাড়া, জনমত উপেক্ষা করে স্বল্পসময়ের নোটিশে কারো একক সিদ্ধান্তে কার্যকরী পরিষদের সভা আহ্বান, গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ, সম্মেলনের প্রস্তুতি কার্যক্রমকে বিঘ্নিত করা ও দলীয় বিভাজন তৈরি করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, সভাপতির সম্মতি ছাড়া এবং অধিকাংশ সদস্যের অজ্ঞাতে সভা আহ্বান করে নিয়ম নীতি ও শৃঙ্খলাভঙ্গ করা হচ্ছে। আমি সংশ্লিষ্টদের এই ধরনের দলীয় ঐক্য ও শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
প্রেসবিজ্ঞপ্তি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।