ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সুইডেন আওয়ামী লীগের সম্মেলন ২১ নভেম্বর

মাহবুব আরিফ, সুইডেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সুইডেন আওয়ামী লীগের সম্মেলন ২১ নভেম্বর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুইডেন (স্টকহোম): আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে সুইডেন আওয়ামী লীগের সম্মেলন। এ সম্মেলনকে সামনে রেখে স্কেনডিনেভিয়ান এই দেশটিতে সক্রিয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলছে উৎসবের আমেজ।



সম্প্রতি সুইডেন আওয়ামী লীগ কার্যকরী পরিষদের এক জরুরি সভায় আসন্ন নির্বাচনকে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

এর মধ্যে রয়েছে, কাউন্সিলরদের ভোটে কমিটি গঠনের লক্ষ্যে হুমায়ুন কবিরকে প্রধান এবং রাবেয়া ইসলাম ও লুৎফুর রহমানকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন, নির্ধারিত ফি’র বিনিময়ে মনোনয়ন পত্র বিতরনের জন্যে জুলফিকার হায়দারকে দায়িত্ব প্রদান, মহিউদ্দিন আহমেদ লিটনকে অভ্যর্থনা, এ সালাম চৌধুরীকে অর্থ, সাইদ্দুসজ্জামান শিকদারকে প্রচার, জাহাঙ্গীর আহমেদকে আপ্যায়ন ও মিলনায়তন, এবং রিপন আহমেদকে স্বেচ্ছাসেবক উপ-কমিটির প্রধান করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন।

সম্মেলনকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করতে মহিউদ্দিন আহমেদ লিটন, জাহাঙ্গীর আহমেদ, সিরাজুল হক খান, জাহাঙ্গীর কবীর ও সৈয়দ বারী মাসুম সামগ্রিক তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন বলেও ওই সভায় সিদ্ধান্ত হয়।

সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের ঊর্ধ্বতন সদস্যরা। সভায় সম্মেলনকে সুন্দর ও সার্থক করার জন্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।