ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতার বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আনোয়ার হোসেন মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
কাতার বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কাতার থেকে: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতার শাখা।

শনিবার (০৭ নভেম্বর) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহা নাজমা রমনা রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সংগঠনের সভাপতি আবু ছায়েদের সভাপতিত্বে ও রেজওয়ান বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- অনুষ্ঠানের আহ্বায়ক ও কাতার বিএনপির গারাফা শাখার সভাপতি জাফর আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, সিনিয়র নেতা অধ্যাপক এ কে এম আমিনুল হক, সিনিয়র নেতা মো. আব্দুল খালেক, কাতার বিএনপির অর্থ সম্পাদক মো. নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ হুমায়ুন কবির, শ্রমিক দলের সভাপতি কাশেম পারভেজ, কর্মজীবী দলের সভাপতি হাবিবুর রহমান খান, কাতার বিএনপির সিটি সেন্টার শাখার সভাপতি লোকমান আহমদ, কাতার বিএনপির মুন্তাজা শাখার সভাপতি মো. শাহ আলম, কাতার বিএনপির নাজমা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আব্দুল হামিদ মোল্লা, আমিনুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।