ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বিদেশে কৃতী সন্তানদের বই ‘বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
বিদেশে কৃতী সন্তানদের বই ‘বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশি’

ঢাকা: বাংলাদেশের বাইরে দেশের কৃতী সন্তানদের পরিচিতি নিয়ে বেরিয়েছে ‘বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশি’ নামে একটি বই।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক রহমত আলীর সম্পাদনায় প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন।


 
শনিবার (১২ মার্চ) বিকেলে এ বইয়ের মোড়ক উন্মোচনকালে জানানো হয়, বিশ্বের ২৩টি দেশে ১শ ৩০ জন কৃতী বাংলাদেশির তালিকা ও পরিচিতি তুলে ধরা হয়েছে।
 
বিদেশে বাংলাদেশি কৃতী সন্তানদের নিয়ে এ ধরনের একটি কাজ করার জন্য রহমত আলী ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য।
 
তিনি বলেন, এ বইয়ে হয়তো সব কৃতী বাংলাদেশিকে স্থান দেওয়া সম্ভব হয়নি। আশা করি, পরবর্তীতে সংষ্করণ আরও সমৃদ্ধ হবে।
 
২০ থেকে ২৫ বছর ধরে লন্ডনে অবস্থানরত বইয়ের সম্পাদক রহমত আলী একক প্রচেষ্টা ও অর্থে বইটি প্রকাশ করেন।
 
রহমত বলেন, এ বইটি তার দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। আমার বইয়ে অনেককে হয়তো আমি স্থান দিতে পারিনি। ভবিষ্যতে বইটি আরও সমৃদ্ধ করবো।

ভবিষ্যতে বইটির ইংরেজি সংস্করণও প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
অনুষ্ঠানে বাংলাদেশ পোয়েটস ক্লাবের আয়োজনে রহমত আলীকে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
 
১শ ৫২ পৃষ্ঠার বইটির মূল্য এক হাজার টাকা।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমআইএইচ/এসই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।