ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বার্লিন আ’লীগের স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বার্লিন আ’লীগের স্বাধীনতা দিবস উদযাপন

বার্লিন (জার্মানি): বার্লিন আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার দিন ২৬ মার্চ বার্লিনে সেভেন স্পিচয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক নূর এ আলম সিদ্দিকী রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক দেশের অভ্যুদয় হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস  জুড়ে থাকবে বঙ্গবন্ধুর অসামান্য ত্যাগ ও তিতিক্ষার গল্প। তাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা দুলাল মজুমদার, সিনিয়র নেতা আব্দুল মালেক, রানা ভুইয়া, আবু সায়েদ হিল বাপ্পি, এ অসিন আকবর সুমন, সাদিয়াতুস সানি, আউআল খান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বার্লিন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজান খান, মুক্তিযোদ্ধা আবুল হাসেম, শ্রমিক নেতা জালাল বিহারী,  নুর জাহান খান নুরি, জাসদ নেতা হারুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।