ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভ্যাঙ্কুভারে ‘দূরের ক্যানভাস’র প্রকাশনা অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
ভ্যাঙ্কুভারে ‘দূরের ক্যানভাস’র প্রকাশনা অনুষ্ঠান সংগৃহীত

ঢাকা: কানাডার ভ্যাঙ্কুভারে কবি শাহানা আকতার মহুয়ার অনুবাদ কাব্যগ্রন্থ ‘দূরের ক্যানভাস’র প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।

সম্প্রতি ‘চর্চা’ সংগঠনের আয়োজনে মাল্টিকালচারাল হেল্পিং হাউজ সোসাইটির হলরুমে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর, লেখক এবং সাহিত্য সমালোচক ওয়াসিক আজাদ, রবি আলম প্রমুখ।

ওয়াসিক আজাদ গ্রন্থভূক্ত কবিতাগুলোর ওপরে সারগর্ভ আলোচনা করেন, একই সঙ্গে গ্রন্থটিতে একটা ভূমিকা সংযোজনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

পাঠকের দৃষ্টিকোণ থেকে ‘দূরের ক্যানভাস’ পাঠ পরবর্তী প্রতিক্রিয়া জানান আয়েশা সুলতানা এবং স্বপন বোস।

‘দূরের ক্যানভাস’ থেকে কবিতা পাঠ করেন হাফিজুল ইসলাম এবং মনির শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীনাত জাহান অনীতা। ‘চর্চা’র পক্ষ থেকে সমাপনী বক্তব্য রাখেন হাসান মামুন।

অমর একুশে গ্রন্থমেলা-২০১৬’তে ‘ঐতিহ্য’ থেকে প্রকাশিত হয়েছে শাহানা আকতার মহুয়ার অনুবাদ কাব্যগ্রন্থ ‘দূরের ক্যানভাস’।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।