ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সম্পর্কের নতুন দিগন্তে বাংলাদেশ-বুলগেরিয়া

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মে ২০, ২০১৬
সম্পর্কের নতুন দিগন্তে বাংলাদেশ-বুলগেরিয়া শেখ হাসিনা ও বয়কো বোরিসভ

সোফিয়া (বুলগেরিয়া) থেকে: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফরের মাধ্যমে পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

সফরকালে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিভ ও প্রধানমন্ত্রী বয়কো বোরিসভের সঙ্গে আন্তরিক পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রধানমন্ত্রীর সফরের শেষ দিনে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও একটি কাঠামোগত চুক্তির পর এমনটাই মনে করছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।


 
শহীদুল হক সাংবাদিকদের বলেন, আশা করছি বুলগেরিয়ার সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হবে।
 
শুক্রবার (২০ মে) সকালে সোফিয়ায় বুলগেরিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে একান্ত ও দ্বি-পাক্ষিক বৈঠক হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বৈঠকের পর দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই হয়।
 
সে বৈঠক ও চুক্তি সইয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র সচিব।
 
এর আগে, বুধবার (১৮ মে) বুলগেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও তার কার্যালয়ে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক হয় শেখ হাসিনার।

দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠকের কথা তুলে ধরে পররাষ্ট্র সচিব জানান, কীভাবে দুই দেশের সম্পর্ক আরও উন্নত করা যায়, বৈঠকে তা নিয়ে আলোচনা করেছেন শেখ হাসিনা ও বোরিসভ। পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ও বৈঠকে উঠে আসে।
 
প্রধানমন্ত্রীর এ সফরের তাৎপর্য তুলে ধরে শহীদুল হক বলেন, বাংলাদেশ-বুলগেরিয়ার মধ্যে একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এ সম্পর্কে বড় ধরনের পতন হয়। নতুন করে সম্পর্ক গড়ায় প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ।
 
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগোতে পারেনি।
 
ইহসানুল করিম জানান, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে দুই দেশই লাভবান হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী।
 
পররাষ্ট্র সচিব বলেন, বুলগেরিয়া তথ্য-প্রযুক্তি ও কৃষি ক্ষেত্রে অগ্রগামী। প্রধানমন্ত্রী এসব বিষয়ে সহযোগিতার কথা বলেছেন। একইসঙ্গে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তথ্য-প্রযুক্তিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তাদের।
 
পররাষ্ট্র সচিব জানান, ১৯৭৪ সালে বাংলাদেশ-বুলগেরিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক চুক্তি হয়েছিলো। সেটা কখনো বাস্তবায়ন হয়নি। শেখ হাসিনা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে এই চুক্তিটি পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছেন এবং তা গ্রহণও করেছেন বোরিসভ।
 
এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, বুলগেরিয়া বিনিয়োগ বিষয়ে একমত হয়েছে। বিশেষত আইটি, পর্যটন ও কৃষি খাতে তারা আগ্রহ দেখিয়েছে।
 
চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, চুক্তিগুলো নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
 
স্বাক্ষরিত তিন সমঝোতা স্মারক হলো – বাংলাদেশ ও বুলগেরিয়ার সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বুলগেরিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতামূলক সমঝোতা স্মারক, বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন ও বুলগেরিয়ার স্মল অ্যান্ড মেডিয়াম এন্টারপ্রাইজেস প্রমোশন এজেন্সির মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহযোগিতা বিষয়ক স্মারক।

স্বাক্ষরিত একমাত্র চুক্তিটি হলো- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বুলগেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে  সহযোগিতা বিষয়ক।

পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।
 
দ্বি-পাক্ষিক বৈঠকটিতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ২০, ২০১৬
এমইউএম/এইচএ/

** বাংলাদেশ-বুলগেরিয়া ৪ চুক্তি সই
**সোফিয়ায় প্রবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
**প্রধানমন্ত্রীর বুলেগেরিয়া সফরে উড়ছে বাংলাদেশের পতাকা
**
‘আপনার প্রধানমন্ত্রীই তো মূল আকর্ষণ’
**
নারী-পুরুষ সমতা অর্জনে সব বাধা ভাঙবোই
**বুলগেরিয়ার প্রেসিডেন্টকে নিয়ে লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী
**বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় প্রধানমন্ত্রী
***সোফিয়ার পথে প্রধানমন্ত্রী
**ফিলিস্তিনিদের রক্তে রাঙানো হাতের সঙ্গে হাত মেলাচ্ছে বিএনপি
**লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
**লন্ডনের পথে প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।