ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পাহলভীর ইয়ং লিডারশীপ পুরস্কার লাভ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ২৯, ২০১৬
পাহলভীর ইয়ং লিডারশীপ পুরস্কার লাভ 

ঢাকা: আন্তর্জাতিক সংস্থা সোসাইটি অব আটোমোটিভ ইঞ্জিনিয়ার্স (এসএই) ঘোষিত ইয়ং লিডারশীপ পুরস্কার লাভ করেছেন এশিয়া ন্যানো প্রযুক্তিবিদ, গবেষক ও বহু ভাষাবিদ জাপান প্রবাসী বাংলাদেশি ড. শাহজাদা আহমেদ পাহলভীর।

রোববার (২৯ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৪ মে)  যুক্তরাষ্ট্রের ডেট্রয়েড শহরে এ পুরস্কার দেওয়া হয়।

এর আগে বিশ্বের নাম করা গবেষকদের নতুন-নতুন উদ্ভাবনী কাজে আরও বেশি উৎসাহী করতে এ পুরস্কার ঘোষণা করা হয়েছিলো।  

ড. পাহলভীর ২০১১ সাল থেকে জাপানে বিশ্বখ্যাত গাড়ি ট্রান্সমিশন প্রস্তুতকারণ প্রতিষ্ঠানে গবেষণা ও উন্নয়ন বিভাগে গ্রুপ লিডার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত টোকিও ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি তিনি একটি গাড়ির মডেল অবিষ্কার করেছেন। যেটি গাড়ির ট্রান্সমিশন প্রস্তুত শিল্পে শক্তি ও কাঁচামালের অপচয় কমিয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মিশিগান গভর্নর রিক স্নাইডারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ২১৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।