ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মেহের আফরোজ চুমকিকে অস্ট্রিয়া প্রবাসীদের শুভেচ্ছা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুন ৫, ২০১৬
মেহের আফরোজ চুমকিকে অস্ট্রিয়া প্রবাসীদের শুভেচ্ছা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি সম্মেলনে যোগ দিতে যাওয়া মহিলা ও শিশু  বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

 

‘হাই লেভেল গ্লোবাল কনফারেন্স টওয়ার্ডস চাইল্ডহুডস ফ্রি ফ্রম করপোরাল পানিশমেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে ৩১ মে দুপুরে ভিয়েনায় পৌঁছান তিনি।

৩ দিনের সফরে এমিরেটস্ এয়ারলাইন্সে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফর, সর্বইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী-লেখক-সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, আবদুল জলিল, আকতার হোসেন, মজনু আজাদ, নয়ন হোসেন, শাইফুজ্জামান শেখ, মাহাবুব খান শামীম ও মনিরুজ্জামান মানিক।

এসময় আরও উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আতিকুজ্জামান, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিম মিয়া বাবু, অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহি দাশসাহা।

বিমানবন্দরে অস্ট্রিয়া প্রবাসী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।