ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মাহমুদ হাফিজ এর সম্মানে যুক্তরাষ্ট্রে সাহিত্য আসর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
মাহমুদ হাফিজ এর সম্মানে যুক্তরাষ্ট্রে সাহিত্য আসর

ইউজিন (যুক্তরাষ্ট্র): লেখক সাংবাদিক মাহমুদ হাফিজ এর সম্মানে যুক্তরাষ্ট্রের ইউজিন শহরে এক সাহিত্য সভা ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও লেখক মেহেরুন্নেসা ইসলাম।

সভায় কবিতা, গল্প পাঠ ও সঙ্গীত পরিবেশন করা হয়।

শুক্রবার রাত নয়টায় (বাংলাদেশ সময় শনিবার সকাল দশটা) অরেগন অঙ্গরাজ্যের ইউজিন ডাউনটাউনের ব্রডওয়েতে অবস্থিত ব্যবসায়ী মাহী চৌধুরীর বাসভবনে এ সাহিত্যসভা অনুষ্ঠিত হয়।

মাহী চৌধুরী প্রথম বাংলাদেশিদের অন্যতম, যিনি ইউজিন শহরে বসবাস শুরু করেন।

সভায় বক্তৃতা দেন ও কবিতা পাঠ করে শোনান, মাহমুদ হাফিজ, মেহেরুন্নেসা ইসলাম, জলি ফেরদৌসী। নিজের লেখা গল্প শোনান মাহী চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন পল্লব মাহমুদ, শায়লা জেরীন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে সভায় ইউজিনের বাঙালি কমিউনিটির মধ্যে শফিকুল ইসলাম, জাহিদ আখতার, ফারহানা আফরোজ দীনা, নাসরীন ইসলাম, মোহাম্মদ আলাওল মনিল, শারমিন সুলতানা উর্মি, ইরা এবং সফররত ডাক্তার নুরুল ইসলাম ভুঁইয়া, তুসু মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।