ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আইনমন্ত্রীকে ভিয়েনায় ফুলেল শুভেচ্ছা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আইনমন্ত্রীকে ভিয়েনায় ফুলেল শুভেচ্ছা

ঢাকা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

ভিয়েনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে রোববার (১৯ জুন) রাতে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আইনমন্ত্রী।

এ সময় তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন ভিয়েনায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

এছাড়া বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী-লেখক-সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আবদুল জলিল, শামছুল ইসলাম, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিম মিয়া বাবু, বাঙালি-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহী দাস সাহা, আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েস, কামাল পাভেজ, স্থায়ী মিশন কাউন্সেলর শাবাব বিন আহমেদ এবং প্রবাসী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এসএস/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।