ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রিয়াদে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পুনর্মিলনী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
রিয়াদে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পুনর্মিলনী

রিয়াদ: ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরবের রিয়াদ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) রাতে রিয়াদের একটি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।

পীর সাহেব চরমোনাইর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য কাজ করে, তাই শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া তলে আসার আহ্বান জানান বক্তারা।

সংগঠনের রিয়াদ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুফতী আলতাফুর রহমান গাজী।

সংগঠনের রিয়াদ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গণি রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রিয়াদ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমেদ, সহ-সভাপতি মুফতি জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আবদুস সালাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, রিয়াদস্থ হারা উপ-শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সাংবাদিক সাইফুল ইসলাম অপূর্ব। রিয়াদ ইয়ামামা ইউনিভার্সিটির ছাত্র আব্দুল্লাহর মনো মুকধ কর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।