ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আমিরাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দোকানে, নিহত ২

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
আমিরাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দোকানে, নিহত ২

আজমান: সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি পেট্রোল স্টেশনে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এতে আহত হয়েছেন চারজন।

রোববার (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আজমান পুলিশের উপ-প্রধান কর্নেল আবদুল্লাহ আল হামরানি বলেন, একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চার গুরুতরভাবে আহত হয়েছেন।

আহতদের পাঁচ মিনিটের মধ্যে স্থানীয় শায়খ খলিফা হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।